Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

                    কিসেবা

               কিভাবেপাবেন

 

মহিলা সেলাই প্রশিক্ষন

 

 

 

 

 

 

 

 

 

 

দরিদ্রমা’র জন্য মাতৃত্বকাল ভাতা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভিজিডিকর্মসূচী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋন কার্যক্রম

 

 

 

 

 

 

 

 

 

উৎপাদন মুখী কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার জন্য ঋন বিতরন

 

 

 

 

 

 

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

 

 

 

 

 

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধন

 

 

 

 

 

 

 

 

আর্থিক সাহায্য প্রদান

 

 

 

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা মূলক কার্যক্রম

দুঃস্থ অসহায় নির্যাতিত কর্মক্ষম মহিলা,যাদের বয়স ১৮-৪৫ বছর (জুলাই-জুন) ৩ মাস ব্যাপী বছরে ৪টি  ব্যাচে ( জুলাই - সেপ্টেম্বর, অক্টোবর- ডিসেম্বব,জানুয়ারী-মার্চ ও এপ্রিল-জুন মোট ৪টি )  সেলাই ট্রেডে বৃত্তিমুলক ও ব্যবহারিক এবং সচেতনতামূলক প্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের আত্মকর্মস্নস্থানের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষনের জন্য জুন মাসে স্থানীয়ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করা হয়। উপজেলা নিয়োগ কমিটি কর্তৃক যাচাই বাছাই করে ভর্তি করা হয়। প্রশিক্ষন গ্রহনকালে দৈনিক ১০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

প্রশিক্ষন প্রাপ্ত মহিলার সংখ্যা-১১৩০ জন

 

এই কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মা’কে মাসিক ৩৫০ টাকা হারে ২ বছর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। নীতিমালা অনুযায়ী ইউনিয়ন কমিটি কর্তৃক প্রাথমিক তালিকা প্রস্তুত করে রেজুলেশন সহ চুড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে প্রেরন করা হয়। উপজেলা কমিটি যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেওয়ার পর ভাতাভোগীদের জন্য কার্ড প্রস্তুত করা হয়। ভাতাপ্রদানের পাশাপাশি নির্বাচিত এনজিও এর মাধ্যমে মা,শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষন প্রদান করা হয়।

২০১১-১২ অর্থ বছরে বরাদ্দ-৮,৮২,০০০ টাকা

ভাতাভোগীর সংখ্যা- ২১০ জন

 

এই কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তা সহ প্রশিক্ষন প্রদান ও আয় বর্ধক কর্মসূচীতে জড়িত করা হয়। নীতিমালা অনুযায়ী ইউনিয়ন কমিটি কর্তৃক প্রাথমিক তালিকা প্রস্তুত করে রেজুলেশন সহ চুড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা কমিটিতে প্রেরন করা হয়। উপজেলা কমিটি যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেওয়ার পর ভাতাভোগীদের জন্য কার্ড প্রস্তুত করা হয়। ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে

ক) ২ বছর মেয়াদে ৩০ কেজি/মাস করে খাদ্য সাহায্য দেওয়া হয়।

খ) নির্বাচিত এনজিও কর্তৃক জীবন দক্ষতা ও আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয় ও সঞ্চয়ে উদ্বুদ্ধ করা হয়।

গ) ভিজিডি চক্র শেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋন সুবিধা দেওয়া হয়।

২০১১-১২ চক্রে বরাদ্দ-৫৫৬.৫৬ মেট্রিক টন

ভাতাভোগীর সংখ্যা-৭৭৩ জন

 

দুঃস্থ আসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রকল্পভেদে অনধিকদুই বছর মেয়াদের জন্য জামানত বিহীন ও এককালীন ১৫০০০ টাকা পর্যন্ত ৫% সার্ভিস চার্জ নিয়ে ঋন প্রদান করা হয়। অত্র কার্যালয় থেকে বিনামূল্যে ঋন এর আবেদন পত্র সরবরাহ করা হয়। আবেদন পত্র প্রাপ্তির পর প্রদেয় প্রকল্প যাচাই বাছাই করে সাক্ষাৎকার নিয়ে কমিটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে।

প্রাপ্ত মূলধন-১৩,০০০০০ টাকা।

ঘূর্নায়মান প্রক্রিয়ায় বিতরন-৫২,৫৫,০০০ টাকা

উপকারভোগীর সংখ্যা-৫২৫ জন

 

উৎপাদনমুখী কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্ত হওয়ার জন্য ঘূর্নায়মান ঋন তহবিল হতে ঋন বিতরনের পূর্বে ঋনের আবেদনপত্র প্রাপ্তির পর প্রদেয় প্রকল্প যাচাই বাছাই করে সাক্ষাৎকার নিয়ে কমিটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে।

প্রাপ্ত মূলধন-৭০,০০০ টাকা

ঘূর্নায়মান প্রক্রিয়ায় বিতরন-৭,২৮,০০০ টাকা

উপকারভোগীর সংখ্যা-২০০ জন

 

অত্র কার্যালয়ে নির্যাতিত মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগ গ্রহন করা হয়। অভিযোগের প্রেক্ষিতে সালিস মিমাংসাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করে থাকে।

 

উন্নয়ন কর্মসূচীকে আরও ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন নিবন্ধন করা হয়।

নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে তাদের আবেনদনের ভিত্তিতে বছরে ৫,০০০-২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়। এ সকল সমিতির আয় বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে বিশেষ অনুদান ও প্রদান করা হয়।

নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সংখ্যা-৪।

 

নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশুকল্যান তহবিল হতে আবেদনের ভিত্তিতে দুঃস্থ অসহায় ও আর্থিক দুর্দশাগ্রস্থ মহিলা ও শিশুদের চিকিৎসা প্রশিক্ষন ও আয়বর্ধক মূলক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন ও মামলা মোকদ্দমা পরিচালনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়।

 

অত্র কার্যালয়ে নারীর উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ইউনিয়ন ভিত্তিক মোবাইল প্রশিক্ষনের মাধ্যমে নারী নির্যাতন, যৌতুক,বাল্য বিবাহ, আত্ম নির্ভরশীলতার  উপায়, HIV সম্পর্কে প্রাথমিক ধারনাসহ মা ও শিশু স্বাস্থ সেবা সংক্রান্ত বিষয়ে নারী সমাজকে সচেনত করার কাজ গুলি এই কার্যালয় অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।