Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের মূলকার্যক্রমসমূহের বিবরণঃ

 

ক্রঃ নং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহনকারী ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপক্ষ

মন্তব্য

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম।

বিভিন্ন ধরনের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

প্ধান কার্যালয়ে বিভিন্ন ট্রেড প্রশিক্ষণসহ জেলা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান।এছাড়াও‘‘Development of Training Programme in Women      Training Centre(WTC) at District Level”  প্রকল্পএর আওতায় জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

দেশের দু:স্থ দরিদ্র নারী

প্রধান কার্যালয়,জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র,জিরাবো সাভার,ঢাকা,বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র,ময়মনসিংহ

আবেদনের ১৫-৩০ দিনের মধ্যে।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমী, সদর কার্যালয়,ঢাকা্।

নির্ধারিত আসন শূণ্য সাপেক্ষে।

০২

আর্-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী

 

*       দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণপ্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জরিতকরণ।এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে

 ক) ০২ বৎসর যাবৎ খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়,

খ)আয়বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়,

গ)ভিজিডি চক্রশেষে প্রশিক্ষন প্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়।

 

দরিদ্র-পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

০২ বৎসর চক্র।

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

*       দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৩৫০/= হারে ০২ বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্যসেবার  ব্যবস্থা করা।

পল্লী এলাকার দরিদ্র গর্ভবতর্বী মহিলা।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, এবং নির্বাচিত এনজিও প্রতিনিধি।

০২ বৎসর মেয়াদে।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

*       ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ ও অসহায় প্রশিক্ষিত নারীদের আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ১ থেকে ১৫,০০০/= (পনের হাজার) টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহিতাদের মূল টাকার সঙ্গে শুধুমাত্র ৫% থেকে ১০% হারে সার্ভিস চার্জের বিধান আছে।

 

কর্মক্ষম প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র নারী ।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন প্রাপ্তির ০১ মাসের মধ্যে ঘূর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ০২ মাসের মধ্যে বিতরন করা হয়।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

*       ‘‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’’এর আওতায় জেলা পর্যায়ে পৌর এলাকায় কর্মজীবী দুগ্ধদায়ী মহিলাদের ৩৫০/= হারে ০২ বৎসর মেয়াদে ল্যাকটেটিং মাদর সহায়তা তহবিল থেকে ভাতা প্রদান করা হয়।

ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর এলাকায় অবস্থিত বিজিএমইএ ও বিকেএমইএ এবং ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর বাদে ৬১ জেলায় সিটিকর্পোরেশণ/ পৌরসভায় দরিদ্র কর্মজীবি দুগ্ধদায়ী মহিলা।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

০২ বৎসর মেয়াদে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

০৩

সেলাই মেশিন বিতরন।

নিবন্ধনকৃত প্রতিষ্ঠান, দারিদ্র পীড়িত ও দুঃস্থ মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়।

নিবন্ধনকৃত প্রতিষ্ঠান,দরিদ্র পীড়িত দুঃস্থ মহিলা।

মহিলা বিষয়ক অধিদ্প্তর, প্রধানকার্যালয়, ঢাকা।

আবেদনের প্রেক্ষিতে ০১ মাসের মধ্যে।

মহিলা বিষয়ক অধিদপ্তর।

মন্ত্রনালয়ের মঞ্জুরী প্রাপ্তি সাপেক্ষে  অধিদপ্তরথেকেসেলাইমেশিনবিতরণকরাহয়।

০৪

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

 

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা/উপজেলা পর্যায়ের গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে থাকে।

নির্যাতিত নারী ও শিশু।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মুন্সীগঞ্জ।

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে পদক্ষেপ গ্রহণ।

 মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল

 

নারী নির্যাতন প্রতিরোধ সেল দেশের ছয়টি বিভাগীয় শহরে নির্যাতিত নারীদের সবধরণের আইনগত সহায়তা প্রদানকরে। কাউন্সিলিংয়ের মাধ্যমে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের পারিবারিক বিরোধ নিষ্পত্তি, তালাকপ্রাপ্ত নারীদের দেনমোহরের টাকা, বিবাদির(স্বামীর) নিকট হতে স্ত্রীর ভরন-পোষন, খরপোষ ও সন্তানের ভরন-পোষন আদায় করা হয়।এছাডাও সেলের আইনজীবীর মাধ্যমে কোর্টেআইনগত সহায়তা প্রদান করা হয়।

নির্যাতিত নারী ও শিশু ।

মহিলা সহায়তা কমসূচীর৬টিবিভাগীয় কার্যালয়।

আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে পদক্ষেপ গ্রহণ।

 মহিলা বিষয়ক অধিদপ্তর

উপ-পরিচালক(ম্যাজিষ্ট্রেট)

 

মহিলা ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র

এই আবাসন কেন্দ্রে আদালত চলমান মামলার ভিক্টিম মহিলা,শিশু,কিশোরীদের আদালতের নির্দেশে নিরাপদআশ্রয়ের পাশাপাশি তাদের সকল প্রকার শারিরীক ও মানসিক চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় আইনগত সহায়তাপ্ রদানকরাহয়।তাদেরকে দক্ষজন সম্পদে উন্নীত করার লক্ষে আয়বর্ধক প্রশিক্ষণসহ সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আদালতে চলমান মামলার ভিক্টিম (মহিলা, শিশুওকিশোরী)

ঢাকার লালমাটিয়া দুস্থ মহিলা বিষয়ক অধিদপ্তরের বর্ধিত/সংযুক্তভবন।

কোর্টের আদেশপ্রাপ্তি সাপেক্ষে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ।

মহিলা বিষয়ক অধিদপ্তর

 

মহিলা সহায়তা কেন্দ্র

নির্যাতিত, দু:স্থঅসহায় নারী ও  শিশুদের সাময়িকআশ্রয় প্রদান এবংপুনবাসনের লক্ষ্যে তাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়। একেন্দ্রে থাকাকালী নতাদেরকে বিনামূল্যে খাদ্য,বস্ত্র,ঔষধ, আইনগত সহায়তা এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়।

নির্যাতিত নারী ও  শিশু

মহিলা সহায়তা কর্মসূচির ৬টি বিভাগীয় কার্যালয়।

আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে আশ্রয়প্রদান

সহকারীপরিচালক(কে.ডে.) মহিলা সহায়তা কেন্দ্র

 

০৫

কর্মজীবী নারীদের হোষ্টেল

কর্মজীবী নারীদের আবাসন সংকট নিরসনে দেশের ৪টি বিভাগে ৭টি কর্মজীবী নারীদের হোষ্টেল পরিচালিত হচ্ছে যার মাধ্যমে ১৩৪৮টি সীটে ১৩৪০ জন মহিলাকে নিরাপদ আবাসন সুবিধা প্রদান করা হচ্ছে।

চাকুরীজীবী মহিলা

ঢাকায়- নীলক্ষেত, মিরপুরওখিলগাও, চট্টগ্রাম,রাজশাহী,খুলনাএবংযশোর।

আবেদন প্রাপ্তির ১ মাসের মধ্যে

মহিলা বিষয়ক অধিদপ্তর

সীটশূণ্যসাপেক্ষে

০৬

শিশু দিবা যত্ন কেন্দ্র

মধ্যবিত্ত ও নিম্ন আয়ভুক্ত কর্মজীবী মায়েদের জন্য তাদের কার্যকালীন সময়ে নিরাপদআশ্রয়ে সন্তানকে রাখার ব্যবস্থা হিসেবে দিবা যত্নকেন্দ্ পরিচালিত হচ্ছে। এলক্ষ্যে মধ্যবিত্তও নিম্ন মধ্যবিত্ত মায়েদের জন্য দেশে র৬টিবিভাগীয় শহরে মোট১৮টি দিবাযত্নকেন্দ্র পরিচালিত হচ্ছে ।এ সকল দিবা যত্ন কেন্দ্রে৬মাস থেকে৬বছর বয়সসীমারশিশুদেরপ্রাক-প্রাথমিকশিক্ষা, শারিরীক ও মানসিক বিকাশের ব্যবস্থাসহ দিবাকালীন সেবা প্রদান করা হয়।

কর্মজীবীমায়েদেরশিশুরা

ঢাকা শহরে বিভিন্ন স্থানে ৬টি মধ্যবিত্ত ও৭টি নিম্নবিত্ত এবং বাকী ৫টি বিভাগীয় শহরে ৫টি নিম্নবিত্ত দিবা যত্ন কেন্দ্র।

আবেদনের তারিখ হতে।

দিবা যত্ন কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর (ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,খুলনা,বরিশাল ও সিলেট বিভাগীয় অফিস)

 

০৭

বিক্রয় ওপ্রদর্শনীকেন্দ্র, অঙ্গনা,জয়িতা

মহিলা বিষয়ক অধিদপ্তরের সকল জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,এবং কার্যালয়ের সাথে রেজিষ্ট্রিকৃত নারী উদ্যোক্তা এবং দু:স্থ মহিলাদের উৎপাদিত হস্ত শিল্পজাত দ্রব্যাদি বাজারজাত করণে সুযোগ প্রদানের জন্য বিক্রয় ও প্রদর্শণের ব্যবস্থা গ্রহণ।এছাড়া এক অঞ্চলের মহিলাদের মধ্যে অন্য অঞ্চলের মহিলাদের প্রযুক্তিগত জ্ঞান ও কলাকৌশল বিনিময়ের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।

রেজিট্রিকৃত নারী সংগঠন, নারী উদ্যোক্তা এবং দু:স্থ হিলাগন।

প্রধানকার্যালয়, মহিলাবিষয়কঅধিদপ্তর,(নীচতলা),

রাপা-প্লাজা, (৩য়,৪র্থতলা)মোহাম্মদপুর, ঢাকা।

মালামাল আনয়ন সাপেক্ষে উক্তকর্মদিবস থেকে।

মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা,সহকারী পরিচালক (মার্কেটিং)

দ্রব্যাদি যাচাই-বাছাই কমিটির অনুমোদন সাপেক্ষে অঙ্গনায় ও জয়িতায় মালামাল প্রদর্শণ ও বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৮

স্বেচ্ছাস্বেবী মহিলা সমিতি নিবন্ধন

 

উন্নয়ন কর্মসূচীকে আরো গতিশীল করার লক্ষ্যে মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারন করার লক্ষ্যে স্বেচ্ছাস্বেবী মহিলাদের সংগঠন সমূহে নিবন্ধন প্রদান করা এবং সরকারের মাধ্যমে বাংলাদেশ মহিলা কল্যান পরিষদ(বামকপ) প্রদত্ত বাৎসরিক সাধারন ও বিশেষ অনুদান বিতরন।

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা  সমিতি।

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধন।

জেলা/

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

নিবন্ধনের শর্ত পূরণ সাপেক্ষে।

০৯

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ)

মহিলাদের আত্ম-কর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার ৫০০০/-থেকে ২৫০০/- টাকা পযন্ত আর্থিকঅনুদান দেয়া হয় ।এসকল সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরন ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমান নির্ধারিত  হয়। উল্লেখ্য, প্রতি বছর প্রতি জেলায় ২টি শ্রেষ্ঠ সমিতিকে ৪০০০০/( চল্লিশহাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নিবন্ধনকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমিতি।

প্রধানকার্যালয়,জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদনের প্রেক্ষিতে ২ মাসের মধ্যে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

 

১০

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতা মূলক কার্যক্রম ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ।

 

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ যেমন-জাগরণীপদযাত্রা, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ,জন্ম নিবন্ধন ও বিবাহ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ, এইচ,আই,ভি(এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায়  CEDAW সনদ বাস্তবায়নসহ পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম ও বিভিন্ন দিবস পালন করা হয়। এছাড়া মহিলা  উন্নয়ন সমন্বয় (WID) সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও বিতরণ করা।বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যাদি প্রস্তুত ও বিতরণ।

দেশের সকল জনগোষ্ঠি।

প্রধান কার্যালয়, জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

 

১১

লাইব্রেরী

নারী অধিকার সংক্রান্ত গ্রন্থাবলী, জার্নাল,  পত্রিকা ও অন্যান্যপাঠ্য সামগ্রী নিয়েগঠিত একটি পূনার্ঙ্গ লাইব্ররী যেখানে অধিদপ্তর ও মন্ত্রনালয়ের কর্মকর্তা/ কর্মচারী ছাড়াও বাহিরের যে কেউ পাঠ্য সেবা গ্রহণ করতে পারে।

মন্ত্রনালয় ও অধিদপ্তরের সকল  কর্মকর্তা/কর্মচারী গ্রন্থাবলী নির্দিষ্ট সময়ের জন্য গ্রহণ এবং অন্যরা শুধুমাত্র পঠন সুবিধা নিতে পারে।

মহিলা বিষয়ক অধিদপ্তর,প্রধান কার্যালয়,৫মতলা।

প্রতি কর্মদিবসে সকাল ৯:০০থেকে বিকাল৫:০০টাপযন্ত।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।